ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ১


স্নেহ

               ধৃতিপর্ণা সামন্ত

সে বাবার মতোই স্নেহশীল,
কিছুটা মায়ের মতো ও।
আসলে 'স্নেহের' ওরকম লিঙ্গনির্ধারণ ঠিক নয়।
'স্নেহ' স্নেহই হয়।
যত বয়স বাড়ছে, অনুভূতির নিব ভোঁতা হচ্ছে।
স্নায়ুতন্ত্র দিনদিন অক্ষম হচ্ছে 'ভালোবাসা' বস্তুটির পরশ নিতে।
কিন্তু, বড়ো লোভ তার।
আশেপাশের আদরকণা শুষে নিতে চায় সে।
ব্যাটা বোঝে না --'যা তোর প্রাপ্য নয়, তার পেছনে দৌড়ে লাভ নেই।"
ফুরিয়েছে খড়ের নৌকো-রঙ্গন-ফুরুসের দিন।
তাই, ঢাকে কাঠি পড়লেও মন সেই শিথিল-উদাসীন।
যখন, প্রজাপতির ডানার রঙ মাখতাম আর হৈহুল্লোড়ে বউ-বসন্ত,
তখন ও সে এরকমটাই ছিল-
বাবার মতোই স্নেহশীল,
কিছুটা মায়ের মতো ও।
আসলে 'স্নেহের' ওরকম লিঙ্গনির্ধারণ ঠিক নয়।

 

© 2020 ধৃতিপর্ণা সামন্ত


২টি মন্তব্য: