ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ২


বারিধারা

                অন্বিতা চ্যাটার্জী                       

কোনো এক নামহীন,অগোছালো সন্ধ্যা-
আমার মনের গন্ডি পেরিয়ে
তোর নিঃশব্দ পদার্পণ,
সাদরে বরণ করলাম তোকে।
বাইরের অবিশ্রান্ত ধারায়
কত পুরোনো ইতিহাস ধুয়ে যাচ্ছে,
কত-শত প্রতিশ্রুতিরা ভিজে চলেছে অক্লান্তভাবে...
শরীরের প্রত্যেকটা তার তোর স্পর্শে
ধ্বনিত হল-
কোনো নতুন রাগের সৃষ্টিতে।
উন্মাদ হলাম আমরা-
বৃষ্টির জল ধুয়ে দিল
শরীরের সমস্ত ক্ষত।
এখনও আমরা ভিজছি,ভিজে চলেছি,
কোনো এক নতুন সৃষ্টির সন্ধানে।


© 2020 অন্বিতা চ্যাটার্জী                        

1 টি মন্তব্য: