ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ৫

 

প্রতিবাদী বেগ

                সুদীপ্তা মাইতি

প্রতিটি রিকশাচালক,
একপ্রকার প্রতিবাদী বেগে চলে।
ঝড় - বৃষ্টিমাখা রাতে
কিংবা ঝলসানো রোদে,
যাত্রীসমাজ বাঁধে তারে
দাম-দরের গরাদে।
ভোর - কুয়াশায় চাকা ছোঁয়ায়
স্টেশনে - স্টেশনে,
লবণ - মুক্তো গড়িয়ে পড়ে
নগ্ন পা -এর পানে।
প্রতিটি রিকশাচালক,
একপ্রকার প্রতিবাদী বেগে চলে।

 

© 2020 সুদীপ্তা মাইতি


1 টি মন্তব্য: