ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ৭

বুড়ো নারকেল গাছ আর তার সঙ্গীরা

                                                     কুন্তল বর

জানলার পাশের নারকেল গাছটার পুরোনো স্বভাব, কথা নেই বার্তা নেই, যখন তখন দুম করে এক একটা ডালা খসিয়ে ফেলে। তা, এমনই চলে আসছে আজ বহুবছর ধরে। কিন্তু বেশ এই কয়েকমাস হল দেখছি গাছটা আর দুমদাম ডালা খসায় না। এইত্তো সেদিন কী একখানা ঝড় হল, ডালা দূরে থাক, কই একখানা পাতাও তো ঝরেনি!  গাছটার লাগোয়া ওদের বাড়ির বক্স জানলার শেডে প্রায় একটা ইয়া সাইজের প্যাঁচা দেখতাম। দিনের বেলা কাকের হাত থেকে রেহাই পেতে গাছের পাতা আর বাড়ির আড়ালে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকত। তাকেও তো দেখিনা আজকাল। গাছটার প্রায় মাঝামাঝি রোজ একটা কাঠঠোকরা এসে ঠুকঠাক করে আশেপাশের চারটে ঘরের প্রায় দু’ডজন লোকের কানের বারোটা বাজাতো, একাই! বেশ জুতসই একখানা গর্ত করেছিল, এখনও দেখি গর্তটা আছে। শুধু কাঠঠোকরা টা বসে নেই। চারঘরে বেশ শান্তিও আছে দেখি। চারটে কাক ঘুরে বেড়াতো এই চত্বরে। এখন তদেরও টিকি পাওয়া যায় না। কাঠবেড়ালি গুলো আর গাছটার ধারেকাছে বিশ্রাম নেয় না। তবুও বেশ দিব্যি দাঁড়িয়ে আছে গাছখানা!

 

© 2020 কুন্তল বর


1 টি মন্তব্য: