ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ৮


সভ্যতার বর্বরতা
               শিবম মাইতি

 

নিভে যাওয়া আগুনের শুকনো কালি

পাহাড় হয়ে থাকা জঞ্জালের স্তূপের মতই,

পরিস্কার কাচের মত, কোনদিন মিথ্যা বলেনি।

মৃত আগুনের পর ধূসর, কালো, নির্বাক কালি

আমার কাছে সহজ, স্বচ্ছ সাদা।

সে দেখিয়েছে সভ্যতার আলোয়

জ্বলতে থাকা উজ্জ্বল, চকচকে মুখোশের পেছনে

সভ্য সমাজের বেহায়া, বর্বর, অশ্লীল, অমার্জিত রূপ।

 

তাই মিথ্যা বহুরূপী পৃথিবীর বুকে

সভ্যতাকে পাল্লা দিতে,

একা জঞ্জালের স্তূপটাই মাথা তুলে দাঁড়িয়ে।

তার সুস্পষ্ট, সুগন্ধি, বিকট সুবাস আমার শরীরে

সে যেমন সে তেমনি ...

তার শরীরে কোন কাপড় নেই ...

 

© 2020 শিবম মাইতি


২টি মন্তব্য:

  1. আপনার কবিতায় কষ্টটাকে কোমল করে সবার সামনে প্রকাশিত করার ধরন দেখতে পেলাম। সত্যিই কবিতাটা পড়ে খুব ভালো লাগলো এভাবে লিখে যান। আপনার আগামীর লেখাগুলো পড়ার জন্য আমরা অপেক্ষায় থাকবো।

    উত্তরমুছুন
  2. অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন।🙏

    উত্তরমুছুন