ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ৯


প্রতীক্ষা

              প্রীতি মাইতি

 

হ্যাঁ, নিঃসঙ্গতা কাটাতে তোমার কাছে আসা।

সুখে দুঃখে তোমায় কাছে পাওয়া।

সুদূর প্রান্ত থেকে যখন‌ তোমায় খুঁজেছি,

এসেছো নিজের মত করে আগলে রেখেছ

কঠোর জীবন থেকে সরিয়ে প্রকৃতির কোলে আশ্রয় করে দিয়েছো।

 

ঋণী, সত্যিই ঋণী তোমার কাছে।

 

তাই, অগোচরে নিজের এক সত্তা তোমায় বিলিয়ে দিয়েছিলাম।

তুমিও বেশ ভালোবেসে তা গ্রহণ করে আমায় ভিজিয়ে পরিপূর্ণ করেছো।

 

বড়ো হলাম, তোমায় আরও আষ্টেপৃষ্ঠে ধরলাম।

সংসার পাতলাম আমার ঘরের ছোট্ট বারান্দায়।

 

সুখী সংসার আমাদের-

 

মন খারাপের সময়,

যখন আমি অগোছালো থাকি;

উষ্ণতার তুলি দিয়ে তুমি তখন নিজের মত আঁকিবুকি টেনে গোছাও আমায়।

মনে হয়, আমার জন্যই তোমার সৃষ্টি ।

 

কিন্তু,

হঠাৎ একদিন বাস্তব এসে তোমার রূপ দেখায়।

তুমি আমার হাত ধরছো তো অন্যের সংসার ভাঙছো,

আবেশে জড়িয়ে ধরছো আমায় তো অন্যকে ছারখার করছো।

 

মুখ ফেরালাম অবশেষে।

আমার জন্য নয়, তুমি এসেছো এখন, আসবে আবার তোমার নিয়মে।

 

চাইলে আপন করে নিও, থেকো আমার সাথে

দূর থেকে থাকব তোমার প্রতীক্ষাতে।

 

© 2020 প্রীতি মাইতি



৪টি মন্তব্য:

  1. কখনো সময় হলে হৃদয়ের পাতা খুলে দেখো... হয়তো কেউ আড়াল দিয়ে আজও পুরোনো হাসিটা দেখতে চাইছে

    উত্তরমুছুন
  2. কখনো সময় হলে হৃদয়ের পাতা খুলে দেখো... হয়তো কেউ আড়াল দিয়ে আজও পুরোনো হাসিটা দেখতে চাইছে

    উত্তরমুছুন
  3. কখনো সময় হলে হৃদয়ের পাতা খুলে দেখো... হয়তো কেউ আড়াল দিয়ে আজও পুরোনো হাসিটা দেখতে চাইছে

    উত্তরমুছুন
  4. কখনো সময় হলে হৃদয়ের পাতা খুলে দেখো... হয়তো কেউ আড়াল দিয়ে আজও পুরোনো হাসিটা দেখতে চাইছে

    উত্তরমুছুন