ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ১২



মৃত পাখিদের কন্ঠস্বর

                  শ্রীজিৎ দাস


ঝড়।
আঁধার এ কার্নিশ জুড়ে,
ঘুমের খুব গভীরে,
বয়ে যায়।
জল।
জোনাকি খুব কাছে তার,
শীতল এক অন্ধকার,
মোহময়।
বন।
হাওয়ায় জুঁইয়ের সুবাস,
চাঁদ মাখা নরম ঘাস,
ভিজে যায়।
চুপ।
আবার সব নিশ্চুপ,
ঘরমুখো মেঘের স্তূপ,
এভাবে বাড়ি ফেরে রোজ।
জ্যোৎস্না।
ধোয়ায় কচুর পাতা,
হরিণ নামালো মাথা,
সারা রাত কস্তুরী খোঁজ।
অবতার।
ওখানে দুদন্ড আর,
বিশ্রাম আছে পাওয়ার,
হঠাৎ ভেঙে যায় সংযোগ।


© 2020  শ্রীজিৎ দাস 

২টি মন্তব্য: