ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ১১



সোনাঝুরি

         অন্বিতা চ্যাটার্জী

একটা বাড়ি বানাবো বুঝলি?

নাম দেব সোনাঝুরি।

কোনো ইঁট-সিমেন্টের বাড়ি নয়,

মুহূর্ত দিয়ে তৈরি করব ওটা,

যাকে অবলম্বন করে বেড়ে উঠবে

আমাদের ইচ্ছেবৃক্ষ।

যেখানে আমাদের ডাকে সন্ধ্যা নামবে,

ঢেকে দেবে তোর রাগের তীক্ষ্ণ আলোকে।

যে বাড়ির আনাচে-কানাচে জন্ম নেবে আমাদের স্বপ্ন,

বেড়ে উঠবে তিল তিল করে।

অভিমানের বৃষ্টিতে ভিজব যখন আমরা,

তুই গল্প বলে শোনাবি 'মেঘবালিকা'-র।

তোর কোলে মাথা রেখে

কাটিয়ে দেব আরেকটি বিনিদ্র রাত।

খুব ঝগড়া করব আমরা,

তুই মজবি রবিশঙ্করে, আমি খুঁজব রাবীন্দ্রিক প্রেম।

তবুও আমরা একটা অন্য গল্প লিখব,

যেখানে ব্যর্থতা থাকবে, সাফল্য থাকবে,

কিন্তু "ছেড়ে যাওয়া" শব্দদুটো এক্কেবারে উধাও।

এইভাবে ভালো-মন্দ বাসায় বেড়ে উঠবে

আমাদের সোনাঝুরি।

 

© 2020 অন্বিতা চ্যাটার্জী


1 টি মন্তব্য: