ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ১৪


একাকি

                 মৃন্ময় প্রামাণিক

 

জানালার বাইরে তুমি

একাকী সন্ধ্যা তারা;

পাশে দেখি আঁধার

তাই তুমি তো সঙ্গী হারা।

 

আঁধারের কোলে

আছো  ক্ষুদ্র বিন্দু হয়ে;

ঘন কালো বাদল

এলো তোমারই ওপর বয়ে।

 

গেলে কোথায় চলে

ওগো পাইনে তোমার দেখা,

আঁধারের কবি;

আমি হয়ে গেছি আজ একা।

 

শতবার ডাকি

তবু পাইনে সাড়া আর,

সংশয় ভেঙে;

তুমি ফিরবেনা কি আর!

 

© 2020 মৃন্ময় প্রামাণিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন