ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ১৫


শুভদীপ চক্রবর্তী 'র কবিতা


একদিন দেখো শিকাগোতে বসে

সাহেবী ভাষায় গান লিখবো নির্দ্বিধায়,

 

একদিন সেই গানটাই আমি

এক হাঁটু কাদা জলেই ভাসাবো

অবলীলায়,

 

আমার গ্রামের ধান জমি পাড়ে

গিটার হাতে গাইতে গাইতে ঐ গান,

 

মাটির সাথে ফারাক নেভাবো

ফাঁকা এলিটের বিলিতিয়ানা

খানখান !

 

তবে গানটা জিতে যাবে

বিলিতি ভাষা বাউল শরীর খুঁজে পাবে,

 

সংগীত হবে দীর্ঘ

শেকড় ছেড়ে উঁচু হতে

ভুলে যাবে!

 
© 2020 শুভদীপ চক্রবর্তী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন