ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ১৬


হারানো সুর আর পাণ্ডুলিপি

                               কুন্তল বর

শুকিয়ে আসে গাছ-পাতা,

হারিয়ে আসে সুর।

শীতের রাজত্বে হাত বাড়িয়ে,

গর্জন যায় না শোনা বহুদূর।

 

আমি সেই রাজত্বে ছিলাম;

আমি সেই দাসত্বে ছিলাম,

শুধু আমিই ছিলাম।

 

এসে এই পরিধির প্রান্তে

শত তর্জনী একান্তে,

জোনাকি জ্বলেছিল বৃন্তে বৃন্তে।

 

কালযাত্রী কালো অন্ধকারে;

হয় অনুবাদ এক সুর।

নেই রাজত্বে, পরম বীরত্বে

লাল-পান্ডুলিপি বহুদূর।

 

© 2020 কুন্তল বর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন