ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ২১

 


বর্ণজন্ম

                 আকাশ রায়

লেখা শেষ করে একবার তাকালাম।

দূরে ধুলোগুলো লাল হয়ে আসছে-

সাইকেল টায়ারের ফুটো ভেদ করে।

এমন দিনে লিখি না সচরাচর

জানালায় বসে দেখে যাই-

সূর্যের পরিপাটি ডুবে যাওয়া,

শবদেহ কাঁধে নিয়ে চলা মাঝিদের গান,

সুর ভুলে যাওয়া হাওয়াদের চিৎকার।

 

এমন দিনে লিখি না সচরাচর

ঘুমের মধ্যে স্বপ্নের বর্ণজন্ম দেখি।

 


আপনারা লেখা পাঠান ভোকাট্টা ব্লগের জন্য।

লেখা পাঠানোর নিয়মাবলী –

১) লেখাটি অবশ্যই মৌলিক (নিজের রচনা) হতে হবে।
২) আপনারা লেখা পাঠাবেন –
 vokattamagazine@gmail.com এ।
৩) লেখা পাঠানোর সময় অবশ্যই উল্লেখ করবেন “ব্লগজিন এর জন্যে”।
৪) লেখার বিষয়বস্তু অবশ্যই রুচিসম্পন্ন ও কিশোর মনন উপযোগী হতে হবে।
৫) শুধুমাত্র টাইপ করা ওয়ার্ড ফাইল এ লেখা পাঠানো যাবে।

৬) ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত ও সদ্য পড়া কোনো বইয়ের ভালোলাগা-মন্দলাগা এই বিষয় গুলি নিয়ে লেখা পাঠানো যাবে।

৭) কবিতা ছাড়া বাকি বিষয়গুলির জন্য শব্দসংখ্যা ১৫০০ থেকে সর্বাধিক ২০০০ সংখ্যা পর্যন্ত লেখা যাবে।

৮) লেখার সাথে নিজের এক কপি ছবি পাঠাতে হবে।

প্রত্যেকটি নিয়মাবলী মেনে লেখা পাঠান। নির্বাচনের মাধ্যমে প্রকাশ করবো আমরা।

আরও জানতে চোখ রাখুন – vokattamagazine.blogspot.com ও Vokatta- ভোকাট্টা কিশোর সাহিত্য পত্রিকা ও ব্লগজিন এর ফেসবুক গ্রুপে।

1 টি মন্তব্য: