ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ২০

 

অপেক্ষা অবসরের

                         ভার্গবী বসু

অপেক্ষা জুড়ে, এই যে তোমার বাস;

অবসরটা ভীষণ আমার, রোজ বারো মাস।

অপেক্ষাটার মানে হলো তোমার থেকে যাওয়া;

অবসরেই তরী খানির কেবল তরী বাওয়া।

অপেক্ষাতেই বাঁচবো আমি, যত্ন করে রোজ;

পাবো বলে অবসরের এক টুকরো খোঁজ।

অপেক্ষা তো আকাশেরও, মেঘের জন্য থাকে,

অবসরেই নরম মেঘ, বৃষ্টি মেখে রাখে।

অপেক্ষা তো ভীষণ আমার, ভাগ হয়না তার

অবসরটা এলেই বলে, ‘অপেক্ষা’টা তার।

 

© 2020 ভার্গবী বসু


আপনারা লেখা পাঠান ভোকাট্টা ব্লগের জন্য।

লেখা পাঠানোর নিয়মাবলী –

১) লেখাটি অবশ্যই মৌলিক (নিজের রচনা) হতে হবে।
২) আপনারা লেখা পাঠাবেন –
 vokattamagazine@gmail.com এ।
৩) লেখা পাঠানোর সময় অবশ্যই উল্লেখ করবেন “ব্লগজিন এর জন্যে”।
৪) লেখার বিষয়বস্তু অবশ্যই রুচিসম্পন্ন ও কিশোর মনন উপযোগী হতে হবে।
৫) শুধুমাত্র টাইপ করা ওয়ার্ড ফাইল এ লেখা পাঠানো যাবে।

৬) ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত ও সদ্য পড়া কোনো বইয়ের ভালোলাগা-মন্দলাগা এই বিষয় গুলি নিয়ে লেখা পাঠানো যাবে।

৭) কবিতা ছাড়া বাকি বিষয়গুলির জন্য শব্দসংখ্যা ১৫০০ থেকে সর্বাধিক ২০০০ সংখ্যা পর্যন্ত লেখা যাবে।

৮) লেখার সাথে নিজের এক কপি ছবি পাঠাতে হবে।

প্রত্যেকটি নিয়মাবলী মেনে লেখা পাঠান। নির্বাচনের মাধ্যমে প্রকাশ করবো আমরা।

আরও জানতে চোখ রাখুন – vokattamagazine.blogspot.com ও Vokatta- ভোকাট্টা কিশোর সাহিত্য পত্রিকা ও ব্লগজিন এর ফেসবুক গ্রুপে।

৫টি মন্তব্য: