ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ১৯


আমি কোনজন

             অন্বিতা চ্যাটার্জী

আমরা আমাদের খোলসটাকে বড্ড ভালোবাসি, আবার নতুন খোলস পরিধান করতেও মন্দ লাগে না। প্রতিনিয়ত আমরা নিজেরা নিজেদেরকে বুঝিয়ে চলেছি আমরা ভালো আছি বা ভালো নেই। কিন্তু সত্যি কতটা ভালো আছি বা ভালো নেই তার যথাযথ উত্তর নিজেদেরকেই দিতে পারব না। এই আপেক্ষিক ব্যাপারগুলোর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার আর হারিয়ে ফেলার ছন্দে মেতেছি আমরা। কষ্টকে বড্ড আপন করে নিই, পাশাপাশি যে ভালো থাকাটাও আছে তাকে গুরুত্ব দিই না। আমরা আসলে প্রত্যেকেই এক একজন আর্টিস্ট, প্রতি মুহূর্তে নিজেদের গড়ে তুলছি, পরক্ষণেই ভাঙছি এবং আবার গড়ছি। আমরা প্রত্যেকেই অনামিকা কিম্বা অনামিক। নামটাও তো আমাদের খোলস আসলে, এই ছোট্ট পৃথিবীটায় নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য নামটা প্রয়োজন! কিন্তু কখনো কি আমরা চেয়েছি হারিয়ে যেতে? নিজের পরিচয়টাই নিজের কাছে হারিয়ে ফেলতে? তাই বোধ হয় আজও "আমি কোনজন, সে কোনজনা"-র প্রশ্নটা অন্তরালেই রয়ে গেল।

© 2020 অন্বিতা চ্যাটার্জী

আপনারা লেখা পাঠান ভোকাট্টা ব্লগের জন্য।

লেখা পাঠানোর নিয়মাবলী –

১) লেখাটি অবশ্যই মৌলিক (নিজের রচনা) হতে হবে।
২) আপনারা লেখা পাঠাবেন –
 vokattamagazine@gmail.com এ।
৩) লেখা পাঠানোর সময় অবশ্যই উল্লেখ করবেন “ব্লগজিন এর জন্যে”।
৪) লেখার বিষয়বস্তু অবশ্যই রুচিসম্পন্ন ও কিশোর মনন উপযোগী হতে হবে।
৫) শুধুমাত্র টাইপ করা ওয়ার্ড ফাইল এ লেখা পাঠানো যাবে।

৬) ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত ও সদ্য পড়া কোনো বইয়ের ভালোলাগা-মন্দলাগা এই বিষয় গুলি নিয়ে লেখা পাঠানো যাবে।

৭) কবিতা ছাড়া বাকি বিষয়গুলির জন্য শব্দসংখ্যা ১৫০০ থেকে সর্বাধিক ২০০০ সংখ্যা পর্যন্ত লেখা যাবে।

৮) লেখার সাথে নিজের এক কপি ছবি পাঠাতে হবে।

প্রত্যেকটি নিয়মাবলী মেনে লেখা পাঠান। নির্বাচনের মাধ্যমে প্রকাশ করবো আমরা।

আরও জানতে চোখ রাখুন – vokattamagazine.blogspot.com ও Vokatta- ভোকাট্টা কিশোর সাহিত্য পত্রিকা ও ব্লগজিন এর ফেসবুক গ্রুপে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন