ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ২৫


 

পড়শী  

কুন্তল বর

 

দু'বছর আগেও দুপুরটা এরকম ছিল না। জানালার এক হাত দূরে আর একটা জানালা থাকতো। জানালার ঐদিকে একটা পরিচিত সুবাস। জানালাটা দিয়ে কয়েক জোড়া হাতের বারবার এটা ওটা দেওয়া নেওয়ার প্রথা সর্বদাই। এরমধ্যে পড়ে আচারের জার, মাছ-মিষ্টি, উৎসবের জামাকাপড়, এমনকি ধারের টাকাও। ওদিক আর এদিকের প্রাণীগুলোর মধ্যে বিস্তর ফারাক থাকলেও জানালার ক্যাঁচোর ক্যাঁচোর শব্দে বিরক্তির ভাবটা একই। প্রত্যেক ঋতুর সাথে সাথে জানালা-দু'টোর চেহারার পরিবর্তনও ছিল সমান্তরাল। প্রায় দু বছর আগে ওদিকের জানালার পেছনের লোকগুলো ক্রমে উধাও হয়ে যায়। জানালার লোহায় জং আর কাঠে জল জমতে সময় লাগে না। দু'বছর ধরে একটু একটু করে ক্ষয় হয়ে আসে। শীতকালের ধূসর পাতার মতো রুক্ষ একটা জানালা অপেক্ষা করে আছে একজোড়া হাতের। থিসিয়াসের জাহাজের মত তার সমস্ত কলকব্জা বদলে গেলেও এদিকের জানালাটি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে থাকবে তার আজন্ম পরিচিত, মুখোমুখি ঠায় থাকা বন্ধু জানালাটিকে আর একবার প্রত্যক্ষ করতে।

 

© 2021 কুন্তল বর

 

আপনারা লেখা পাঠান ভোকাট্টা ব্লগের জন্য।

লেখা পাঠানোর নিয়মাবলী –

১) লেখাটি অবশ্যই মৌলিক (নিজের রচনা) হতে হবে।

২) আপনারা লেখা পাঠাবেন – vokattamagazine@gmail.com এ।

৩) লেখা পাঠানোর সময় অবশ্যই উল্লেখ করবেন “ব্লগজিন এর জন্যে”।

৪) লেখার বিষয়বস্তু অবশ্যই রুচিসম্পন্ন ও কিশোর মনন উপযোগী হতে হবে।

৫) শুধুমাত্র টাইপ করা ওয়ার্ড ফাইল এ লেখা পাঠানো যাবে।

৬) ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত ও সদ্য পড়া কোনো বইয়ের ভালোলাগা-মন্দলাগা এই বিষয় গুলি নিয়ে লেখা পাঠানো যাবে।

৭) কবিতা ছাড়া বাকি বিষয়গুলির জন্য শব্দসংখ্যা ১৫০০ থেকে সর্বাধিক ২০০০ সংখ্যা পর্যন্ত লেখা যাবে।

৮) লেখার সাথে নিজের এক কপি ছবি পাঠাতে হবে।

প্রত্যেকটি নিয়মাবলী মেনে লেখা পাঠান। নির্বাচনের মাধ্যমে প্রকাশ করবো আমরা।

আরও জানতে চোখ রাখুন – vokattamagazine.blogspot.com ও Vokatta- ভোকাট্টা কিশোর সাহিত্য পত্রিকা ও ব্লগজিন এর ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কঃ https://www.facebook.com/groups/1696390677204052/?ref=share

1 টি মন্তব্য: