ভোকাট্টা ব্লগজিন সংখ্যা ২৪

 

 
 
 
 

দেখা নেই বহুদিন 

 

শ্রীজিৎ দাস

 

জলপ্রপাত নিস্তরঙ্গ যেথা

খুব লুকিয়ে রেখেছি সে স্থান

স্মৃতির মাঝে গোপনতর কোণে,

সেথায় জেনো তোমার অবস্থান।

আমার কোনো ফেরার জায়গা নেই,

বিস্মৃতিতে তবুও কয়েক জন্মে

বিষাদ যেমন হয়েছে গভীরতর,

তোমার খোঁজে হয়েছি কেবল হন্যে।

এ অলিন্দ সে অলিন্দ ঘুরে

সুখ খুঁজেছি, ঘর বেঁধেছি কত।

অনেক বুকের ওম ঠেকেছে গালে,

কাউকে তবু পাইনি তোমার মতো।

আমি এখন নিরুদ্দেশের পথে

মেঘলা রাতে আকাশগঙ্গা খুঁজি।

হঠাৎ সেদিন ডাকলে মনে হলো,

তুমিও এখন মেঘ হয়েছো বুঝি!


 © 2021 শ্রীজিৎ দাস


আপনারা লেখা পাঠান ভোকাট্টা ব্লগের জন্য।

লেখা পাঠানোর নিয়মাবলী –

১) লেখাটি অবশ্যই মৌলিক (নিজের রচনা) হতে হবে।

২) আপনারা লেখা পাঠাবেন – vokattamagazine@gmail.com এ।

৩) লেখা পাঠানোর সময় অবশ্যই উল্লেখ করবেন “ব্লগজিন এর জন্যে”।

৪) লেখার বিষয়বস্তু অবশ্যই রুচিসম্পন্ন ও কিশোর মনন উপযোগী হতে হবে।

৫) শুধুমাত্র টাইপ করা ওয়ার্ড ফাইল এ লেখা পাঠানো যাবে।

৬) ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ বৃত্তান্ত ও সদ্য পড়া কোনো বইয়ের ভালোলাগা-মন্দলাগা এই বিষয় গুলি নিয়ে লেখা পাঠানো যাবে।

৭) কবিতা ছাড়া বাকি বিষয়গুলির জন্য শব্দসংখ্যা ১৫০০ থেকে সর্বাধিক ২০০০ সংখ্যা পর্যন্ত লেখা যাবে।

৮) লেখার সাথে নিজের এক কপি ছবি পাঠাতে হবে।

প্রত্যেকটি নিয়মাবলী মেনে লেখা পাঠান। নির্বাচনের মাধ্যমে প্রকাশ করবো আমরা।

আরও জানতে চোখ রাখুন – vokattamagazine.blogspot.com ও Vokatta- ভোকাট্টা কিশোর সাহিত্য পত্রিকা ও ব্লগজিন এর ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কঃ https://www.facebook.com/groups/1696390677204052/?ref=share

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন